Loading Now

অজি ব্যাটারকে কোহলির ধাক্কা, শাস্তি দাবি

 

স্পোর্টস ডেক্স ।।

নিতান্তই অপ্রত্যাশিত ঘটনা, সন্দেহ নেই। একজন ১৯ বছর বয়সি ক্রিকেটার ক্যারিয়ারের প্রথম টেস্টে ব্যাট করতে নেমে বিশ্বের এক নম্বর বোলার জাসপ্রিত বুমরাহকে স্কুপ-রিভার্স স্কুপ খেলে চার-ছক্কা হাঁকাচ্ছেন। তাও আবার টেস্টের প্রথম দিনের একেবারে তাজা পিচে! এমনটা দেখার প্রত্যাশা করবেন না কেউই।

তবে অস্ট্রেলিয়ার নবাগত ব্যাটার স্যাম কনস্টাস ঠিক সেই কাজটাই করে হতবাক করে দেন সবাইকে।

বৃহস্পতিবার মেলবোর্ন টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। উসমান খাজার সঙ্গে ওপেন করতে নামেন অভিষিক্ত স্যাম কনস্টাস। একেবারে শুরু থেকেই টার্গেট করেন ভারতের সেরা পেসার বুমরাহকে।

ম্যচের তৃতীয় ওভারেই বুমরাহর বলে রিভার্স স্কুপ খেলার চেষ্টা করেন কনস্টাস। যদিও ব্যর্থ হন প্রথমবার। ইনিংসের পঞ্চম ওভারে ফের বুমরাহকে রিভার্স শট খেলার চেষ্টা করেন এই নবাগত। এবারও ব্যর্থ হন কনস্টাস।

শেষমেশ ইনিংসের সপ্তম ওভারে বুমরাহর বিরুদ্ধে একই আক্রমণে সক্ষম হন অজি তরুণ। ইনিংসের ৬.১তম ওভারে স্কুপ শটে বুমরাহকে চার মারেন তিনি। এখানেই শেষ নয়, ঠিক এর পরের বলেই রিভার্স স্কুপ শটে বুমরাহকে ছক্কা হাঁকান কনস্টাস। দুটি বল গ্যাপ দিয়ে ওই ওভারের পঞ্চম বলে আবারও রিভার্স স্কুপে বুমরাহকে চার মারেন কনস্টাস। বুমরাহর সেই ওভারে ওঠে ১৪ রান।

কনস্টাসের এমন আগ্রাসী ব্যাটিং দেখে স্লেজিংয়ের পথে হাঁটেন অন্যতম সেরা ও অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। যদিও এক্ষেত্রে কথার লড়াইয়ে নয়, বরং সরাসরি শারীরিকভাবে টক্কর দেওয়ার চেষ্টা করেন কোহলি।

ইনিংসের দশম ওভার শেষের ঘটনা। কনস্টাসের সঙ্গে সরাসরি ঝামেলায় জড়ান বিরাট। এক্ষেত্রে ধারাভাষ্যকার তথা বিশেষজ্ঞদের ধারণা, কোহলি ইচ্ছা করেই সমস্যা তৈরি করেছেন।

সিরাজের করা ওই ওভারের শেষে কিপার-ফিল্ডাররা যখন প্রান্তবদল করছিলেন, কোহলিকে তখন দেখা যায় সোজা হেঁটে ব্যাটার কনস্টাসের দিকে এগিয়ে যেতে। কনস্টাস তখন নিজের গ্লাভস খুলতে ব্যস্ত ছিলেন। তার মনোযোগ কোনোভাবেই কোহলির দিকে ছিল না।

কোহলি কনস্টাসের পাশ দিয়ে যাওয়ার সময় তার সঙ্গে কাঁধে কাঁধ ঠেকিয়ে ধাক্কা দেন। পরে নিজেই ঘুরে কথার লড়াইয়ে জড়ান বিরাট।

এ সময় অপর ব্যাটার উসমান খাজা এসে কোহলিকে নিবৃত করার চেষ্টা করেন এবং নবাগত ব্যাটারকে সরিয়ে নিয়ে যান। আম্পায়াররাও চলে আসেন যাতে ঝামেলা না বাড়ে।

এমন ঘটনার পরেও অবশ্য থামানো যায়নি কনস্টাসকে। ইনিংসের ১১তম ওভারে বুমরাহকে ফের ২টি চার ও ১টি ছক্কা মারেন কনস্টাস। বুমরাহর সেই ওভারে ওঠে ১৮ রান।

টেস্ট অভিষেকে মাত্র ৫২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন স্যাম কনস্টাস। মারেন ৫টি চার ও ২টি ছক্কা। শেষমেশ ২০তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন নবাগত অজি ওপেনার। সাজঘরে ফেরার আগে তিনি ৬৫ বলে ৬০ রানের মারকাটারি ইনিংস খেলেন।

তবে অমন ঘটনার পর রীতিমতো অখুশি ছিলেন রিকি পন্টিং, মাইকেল ভন। পন্টিং সরাসরি দাবি করেন, এক্ষেত্রে বিরাট কোহলি ইচ্ছা করে কনস্টাসের দিকে এগিয়ে এসে ঝামেলা বাঁধিয়েছেন।

মাইকেল ভন তো আরও একধাপ এগিয়ে এমন ঘটনার জন্য কোহলির শাস্তিও দাবি করেন। তিনি চান ম্যাচ রেফারি যেন কোহলির বিরুদ্ধে ব্যবস্তা নেন।

এদিকে প্রথম দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩১১ রান তুলেছে। দলের পক্ষে কনস্টাট ছাড়াও ফিফটি হাঁকিয়েছেন আরও তিনজন। এদের মধ্যে ওপেনার খাজা ৫৭, লাবুশেন ৭২ এবং স্মিথ ৬৮ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন।

ভারতের হয়ে বুমরাহ একাই ৩টি উইকেট দখল করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED