Loading Now

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

 

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থী রাধেয়া ইসলাম প্রিয়ামনির (১৫) মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রিয়ামনি শহরের বাদুরতলী এলাকার বাসিন্দা পলাশ হাওলাদারের মেয়ে। সে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

স্বজনরা জানান, শনিবার বিকেলে কোচিং ক্লাশ শেষে অটোরিক্সায় বাসায় ফিরছিল। এসময় অটোর চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। সহপাঠিরা অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Post Comment

YOU MAY HAVE MISSED