অটোরিকশা উল্টে স্কুলছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদক ।
পূজার ছুটিতে নানাবাড়ি থেকে ফেরার পথে বরিশাল নগরে অটোরিকশা উল্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে নগরের সোনা মিয়ার পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনির্বাণ শীল (৯) বরিশাল নগরের কালিবাড়ি রোডের অ্যাডভোকেট জগদীশ চন্দ্র শীলের ছেলে। সে সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
অনির্বাণের স্বজন রতন চন্দ্র শীল বলেন, সকালে ঝালকাঠির সদর উপজেলার বিনয়কাঠিস্থ নানাবাড়ি থেকে বরিশাল নগরের উদ্দেশে অটোরিকশায় রওনা দেয় অনির্বাণ। সোনা মিয়ার পুল এলাকায় পৌঁছালে অটোরিকশাটি উল্টে নিচে চাপা পড়ে সে।
এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অনির্বাণকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ এনে সৎকার করা হয়েছে বলে জানান নিহতের ওই স্বজন।
Post Comment