Loading Now

অধ্যক্ষের অপসারণের দাবিতে সড়ক অবরোধ

 

নিজস্ব প্রতিবেদক ।।

আওয়ামী সরকারের দোসর, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. এহতেসাম উল হকের অপসারণের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রোববার (১০ নভেম্বর) দুপুরে নগরীর ব্যস্ত বান্দ রোডে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর যৌথবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে তাঁরা সড়ক ছেড়ে দিয়ে ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ অব্যাহত রাখেন।

এসময় শিক্ষার্থীরা দাবি করেন, অধ্যক্ষ ড. এহতেসাম উল হক, যিনি ২০২১ সালের জুনে যোগদান করেন, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুচর হিসেবে পরিচিত। তাদের অভিযোগ, অধ্যক্ষ তাঁর মেয়াদকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছেন।

তাঁরা আরও বলেন, অধ্যক্ষ কলেজের সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন এবং অভিভাবকদের সাথে দেখা করতেও তিনি বিরত থাকেন। এমনকি, কোনও প্রশ্নের উত্তর দেয়ার সময়ও তিনি দুর্ব্যবহার করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন যে, অধ্যক্ষ সরকারের পতনের পর হঠাৎ করে আওয়ামী লীগ বিরোধী সাজার চেষ্টা করছেন, যা তাঁদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়।

পরে, শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এবং তাদের দাবি জানিয়ে সাত দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করার আশ্বাস দেন।

Post Comment

YOU MAY HAVE MISSED