অনলাইনে গোপন প্রচারনা,আওয়ামীলীগ কর্মী আটক
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম এ সাময়িক নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানো এবং অন্তর্বতি সরকারের বিরুদ্ধে প্রচারনা চালানোর অভিযোগে আজম খান(৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ। সকালে ঢাকা থেকে বরিশাল আসা এম ভি পারাবাত ১৮ লঞ্চে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।তিনি কড়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।বর্তমানে বরিশাল নগরীর কালুশাহ সড়কে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন,আটককৃত ব্যক্তির ব্যাপারে গোয়েন্দা সুত্রে তথ্য পাই যে,নিষিদ্ধ সংগঠনের পক্ষে এবং সরকার কে বেকায়দায় ফেলতে ও নাশকতা পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকদের একত্রিত করে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে প্রচারনা চালাচ্ছে।পরে সাইবার টিমের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় সকালে ঢাকা থেকে বরিশাল আসা এম ভি পারাবাত ১৮ লঞ্চ থেকে তাকে আটক করা হয়।তার মোবাইলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জানা গেছে আটক আজম খান সহ বরিশালের আরও বেশ কিছু ব্যক্তি এহেন টেলিগ্রামে জয় বাংলা সমর্থক,ধানমন্ডি ৩২ আমার ঠিকানা,মুজিব সেনা,সাইবার ৭১ যোদ্ধা, জয়বাংলা নামক প্রায় অর্ধশতাধিক গ্রুপের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিভিন্ন সময় তারা গ্রুপ কনফারেন্স কলে ঘন্টাব্যাপি বৈঠক করা থেকে শুরু করে নাশকতার পরিকল্পনা করছেন।
উল্লেখ্য আগামী ৮ আগষ্টের মধ্যে দেশে অরাজকতার মাধ্যমে কামব্যাক করতে চায় আওয়ামী লীগ এমন তথ্য রয়েছে দেশিয় গোয়েন্দা সংস্থার ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে। সেজন্য নড়েচড়ে বসেছে পুলিশসহ অনান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়ানো সহ পুলিশের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
Post Comment