অনলাইন-অফলাইনে আওয়ামী প্রোপাগান্ডা মেশিন আছে: ব্যারিস্টার ফুয়াদ
নিজস্ব প্রতিবেদক ।।
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, অনলাইন-অফলাইনে আওয়ামী প্রোপাগান্ডা মেশিন আছে। তারা পরিকল্পিতভাবে বিএনপি সেজে এনসিপিকে অ্যাটাক করছে এবং এনসিপি সেজে বিএনপিকে অ্যাটাক করছে। অনলাইনে দেখবেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপির নেতাকর্মীরা দ্বন্দ্বে-সংঘাতে জড়িয়ে যাচ্ছে। কোথাও কোথাও হাতাহাতি মারামারিতে পর্যন্ত গড়াচ্ছে।
নির্বাচন, সংস্কার ও বিচারের সঙ্গে কোনটার সাংঘর্ষিক বাস্তবতা নেই। পুরোটা মিলিয়ে গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থানের পক্ষ হচ্ছে রাজনৈতিক দলগুলো, যারা ১৭-১৮ বছর ধরে ধারাবাহিকভাবে নির্বাচনের দাবি করে আসছে।
রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে জনগণের মতামত নিয়ে। সে নির্বাচন চাইবে এটা যৌক্তিক এবং এটা হাজারবার চাওয়াটাও যৌক্তিক। আর এটা করলে তাদেরকে ট্রল করা, হেয় করাটা একদম অনৈতিক।
শনিবার (৩ মে) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী ও বরিশাল বিভাগের উন্নয়ন কার্যক্রম বিষয়ে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পার্টির জেলা ও মহানগর শাখার আয়োজনে সমাবেশে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, রাষ্ট্র হচ্ছে দেবী দুর্গার দশ হাতের মতো। রাষ্ট্র একটা কাজ করলে আরেকটা করতে পারবে না, ব্যাপারটা সেরকম নয়। আলাদাভাবে তাকে শত কাজ করতে হবে। তাকে রাস্তাও মেরামত করতে হবে, নাগরিকদের সুরক্ষাও দিতে হবে, হাসপাতাল বানাতে হবে, ডাক্তার তৈরি করতে হবে। রাষ্ট্রকে প্যারালালই সবই করতে হবে এবং সে ক্ষমতা রাষ্ট্রের রয়েছে।
তিনি বলেন, প্রফেসর ড. ইউনূস যে ডেডলাইন দিয়েছেন ডিসেম্বর থেকে জুন, এটা যথেষ্ট যৌক্তিক। ইন্টারন্যাশনালি উনি যে কথাটা দিয়েছেন, তার ইমেজের কারণে সে ওই ওয়াদা থেকে ফিরে আসবেন এটা আমি বিশ্বাস করি না।
এখন পর্যন্ত ওনাকে সন্দেহ করার কোনো জায়গা আমাদের কাছে নেই। অতএব এ রোড ম্যাপের ওপর আমরা ভরসা রাখতে চাই। গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়ালগ। জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে কন্টিনিউয়াসলি রাজনৈতিক দল অংশীজনের সবার সঙ্গে কথা বলা দরকার, যাতে আমাদের মাঝে ভুল বোঝাবুঝি কমে যায়।
আমাদের বক্তব্য গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে আমরা বিভাজিত দেখতে চাই না। দেশের মানুষও দেখতে চায় না। দেশের মানুষ দিল্লি এবং আওয়ামী লীগ সাপেক্ষে সবাইকে একত্রিত দেখতে চায়। কিন্তু এরমধ্যে রাজনৈতিক বৈচিত্র্য থাকবে। গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে সহনশীলতার ভিত্তিতে দ্বিমত থাকবে। আমরা একজন আরেকজনের সমালোচনা করবো কিন্তু কারও সম্মান ক্ষুণ্ণ করে নয়, অসহনশীল হয়ে নয়।
Post Comment