Loading Now

অনিল কাপুরকে বিয়ে, যা বললেন মাধুরী

বিনোদন ডেক্স ।।

হিন্দি সিনেমার ইতিহাসে মাধুরী দিক্ষিত ও অনিল কাপুর জুটি মানেই হিট। ‘তেজাব’, ‘রাম লখন’, ‘বেটা’, ‘পুকার’-এর মতো অসংখ্য সফল ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের। এই অনবদ্য অন-স্ক্রিন কেমিস্ট্রির মাঝেই একসময় প্রশ্ন উঠেছিল তাদের মধ্যে কি ব্যক্তিগত সম্পর্ক ছিল?

জবাবে মাধুরী একবার স্পষ্টই জানিয়েছিলেন, অনিল কাপুরকে তিনি বিয়ে করতে পারতেন না। ১৯৮৯ সালে মুভি ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে, মাধুরী বলেন, ‘না! আমি ওর (অনিল) মতো কাউকে বিয়ে করতাম না। ও খুব হাইপারসেনসিটিভ। আমি চাই আমার স্বামী একটু শান্ত, কুল টাইপের হোক। অনিলের সঙ্গে অনেক সিনেমা করেছি, ওর সঙ্গে কাজ করে আমি খুবই আরাম পেয়েছি। কিন্তু একান্ত কোনো সম্পর্ক আমাদের ছিল না।’

তবে তাদের নিয়ে প্রেমের গুজব উপভোগ করতেন বলে জানান মাধুরী। অনিল কাপুর মাধুরীর সঙ্গে জুটি হওয়ার আগেই সুনীতা কাপুরকে বিয়ে করেছিলেন। তবু তাদের প্রেমের গুজব ছড়িয়েছিল। পরে সঞ্জয় দত্তের সঙ্গে জুটি হওয়ার পর সেই গুঞ্জনে ভাটা পড়ে। তখন চারদিকে ছড়িয়ে যায় প্রেম করছেন সঞ্জয়-মাধুরী। হয়তো সত্যিই সেখানে হৃদয়ের সম্পর্ক ছিল দুই তারকার। তবে সঞ্জয় আইনি ঝামেলায় জড়িয়ে পড়লে মাধুরী নিজেকে সেই সম্পর্ক থেকে সরিয়ে নেন। কখনোই এই ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি তিনি।

 

সঞ্জয় দত্তের সঙ্গে ‘সাজন’ ও ‘খলনায়ক’ ছবিগুলোতে দারুণ সাফল্য পেয়েছেন মাধুরী। দীর্ঘদিন পর ২০১৯ সালে তারা আবার একসঙ্গে কাজ করেন ‘টোটাল ধামাল’ ছবিতে।

বাস্তবে মাধুরী বিয়ে করেছেন নিজের পছন্দমতো স্পষ্ট, শান্ত স্বভাবের মানুষ ডা. শ্রীরাম নেনেকে। তার সঙ্গে তিনি সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED