অনুদান দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক ॥
ভোলায় আত্মসহায়ক দলের সমন্বিত অংশগ্রহণে গঠিত দুটি জনসংগঠন (ঋবফবৎধঃরড়হ) ইলিশা নারী উন্নয়ন এবং ভোলা নারী শক্তি জনসংগঠনের মূলধন, সক্ষমতা বৃদ্ধি ও উন্নতিকল্পে চার লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। ভোলা সদর প্রকল্প অফিসে সিআরএসএস -কে এনএইচ -প্রচেষ্টা প্রকল্প এর উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইকবাল হোসেন। সিআরএসএস নির্বাহী পরিচালক মি. এডওয়ার্ড রবিন বল্লভ সভাপতিত্বে প্রোজেক্টের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন প্রোজেক্ট ম্যানেজার নোয়েল রানা সাহা ও ইলিশা নারী উন্নয়ন জনসংগঠনের সভানেত্রী আরজু বেগম ও কার্যকরী সদস্য আসমা বেগম। এছাড়া ভোলা নারী শক্তি জনসংগঠনের সভানেত্রী আমেনা বেগম জনসংগঠন দুটির এ পর্যন্ত সকল অর্জন সকলের সামনে তুলে ধরেন। প্রধান অতিথি প্রোজেক্টের তিনটি পিলার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এর সাথে সামঞ্জস্য রেখে নারীদের ক্ষমতায়নে বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করে নারীদের স্বাবলম্বিতা বৃদ্ধি, শিশুদের পুস্টিকর খাবার, ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত সেবা, কমিউনিটি ক্লিনিক থেকে গর্ভবতী মায়েদের সেবা ও বিভিন্ন কার্ডের ব্যবস্থা করা, বিভিন্ন রাস্ট্রীয় দিবস উদযাপনে বাল্যবিবাহ রোধে গৃহীত পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং তার দপ্তর থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এরপর তিনি দুই ফেডারেশনের জন্য সিআরএসএস- কে-এনএইচপ্রচেষ্টা প্রকল্প থেকে বরাদ্দকৃত দুইলাখ করে চার লাখ টাকার চেকের রেপ্লিকা প্রদান করেন। এরপর সিআরএসএস নির্বাহী কর্মকর্তা রবিন বল্লভ তার বক্তব্যে বলেন, নারীদের এই জাগরন সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। তিনি দুই ফেডারেশনের এই অনুদান অলসভাবে বসিয়ে না রেখে সামাজিক উন্নয়নে বিভিন্ন আয়বর্ধক কর্মসূচির সাথে যুক্ত করে অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, একজন সচেতন নারী ই সমাজকে বদলে দিতে পারে। ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুবিনা ইয়াসমিন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন শিশির বৈরাগী ও মাহাতাব সুমন।
Post Comment