অবমুল্যায়িত হয়ে আলাদা কর্মসূচি করল সাবেক ছাত্রনেতারা
দাওয়াত না পাওয়া এবং অবমূল্যায়িত হয়ে বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলাদা শোডাউন দিয়েছেন বরিশাল জেলা ও মহানগরের সাবেক ছাত্রনেতারা। তবে তাদের কর্মসুচীতে দাওয়াত দেয়া হয়েছে কিন্তু তারা কর্মসুচীতে না এসে ছোটভাইদের ভুল বুঝে আলাদা শোডাউন দিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দেয়নি বলে অবহিত করেন নগর ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রনি।
বুধবার ১লা জানুয়ারী সকাল ১১ টায় বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি করা হয়।
অন্যদিকে একই সময়ে সাবেক ছাত্রনেতাদের ব্যানারে আরও একটি মিছিল নাগরীর সদর রোড সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। যার নেতৃত্বে ছিলেন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব এবং সাবেক ছাত্রদল নেতা মীর জাহিদুল কবির, সাবেক ছাত্রনেতা আনম সাইফুল আহসান আজিম, সাবেক ছাত্রনেতা ও যুবদল বরিশাল জেলার সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা খন্দকার আবুল হাসান লিমন, সাবেক ছাত্রদলের নেতা ইয়াসির আরাফাত মিন্টু, সাবেক ছাত্রনেতা মাকছুদুর রহমান মাসুদ সহ ছাএদলের নেতারা। তাদের অভিযোগ কর্মসুচীতে স্টেজ ব্যানারে আমাদের নাম কিংবা চেয়ার রাখা তো দুরের কথা আমাদের নাম পর্যন্ত মাইকে ঘোষনা করে নি এমনটাই জানান, ছাত্রদলের সাবেক নেতা ও নগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির। অন্যদিকে স্টেজে গিয়ে বৈষম্যের শিকার হয়েছেন মহানগর বিএনপির বর্তমান সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আফরোজা খানম নাসরিন, যদিও কর্মসুচীর মধেই তিনি তার বক্তব্যে এ ঘটনার প্রতিবাদ জানান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্টেজ ব্যানারে প্রধান অতিথি হিসেবে নগর বিএনপির আহবায়ক ও বিশেষ অতিথি হিসেবে সদস্য সচিবের নাম থাকলেও তার(নাসরিন) নাম থাকেনি।তিনি নগর বিএনপির বর্তমান ১ নং যুগ্ম আহবায়ক ও ছাত্রদলের সাবেক নেতা।যদিও এ বিষয়ে নগর ছাত্রদলের বর্তমান সভাপতি রনি দাবী কারেন, নাসরিন আপার নাম থাকত কিন্তু অনান্য যুগ্ম আহবায়করা উপস্থিত থাকবে এবং এ নিয়ে ঝামেলা তৈরি হতে পারে সেজন্য
তার নাম দেয়া হয়নি,তাদের ৩ জনের কমিটি থাকলে তার নামও থাকত, আর জাহিদ ভাই আজিম ভাইদের আমি (রনি) নিজে দাওয়াত দিয়েছি। এরপরও যদি তারা রাগ করলে আমাদের কিছু করার নেই।
প্রসঙ্গত নগর ছাত্রদলের কর্মসূচীতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কেউ সাবেক ছাত্রনেতা নন।তাদের প্রেসক্রিপশনে শুধু জাহিদ -আজিম নন বরিশাল নগর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জিএম আতায়ে রাব্বি, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জাহিদুর রহমান রিপন,সহ একাধিক ছাত্রনেতারা কর্মসূচীতে দাওয়াত না পাওয়ার অভিযোগ করেন এ প্রতিবেদকের নিকট।
Post Comment