Loading Now

অবৈধ ইটভাটায় অভিযান, তিন লাখ টাকা জরিমানা

 

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠির নলছিটিতে একটি ইটভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ভাটাটির ড্রাম চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয় ও কাচা ইট বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মগর ইউনিয়ে মুন ব্রিকসে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার ও ড্রাম চিমনির ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারায় তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।

ইউএনও নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে ইটভাটা স্থাপন বা চলমান রাখার কোন সুযোগ নেই। এ ধরনের অভিযান চলমান থাকবে।

Post Comment

YOU MAY HAVE MISSED