অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ লাখ টাকা জরিমানা, আটক ৫
মুলাদী প্রতিবেদক ॥
মুলাদীতে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে ৫জনকে আটক করে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন এর ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়। এর আগে বিকেল ৩টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা অভিযান চালিয়ে আড়িয়াল খাঁ নদের পশ্চিম চরলক্ষ্মীপুর এলাকা থেকে ৫জনকে আটক করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, বাবুগঞ্জ উপজেলার জাহাপুর গ্রামের শহীদ প্যাদার নেতৃত্বে কিছু লোক মুলাদী সদর ইউনিয়নের পশ্চিম চরলক্ষ্মীপুর এলাকায় আড়িয়াল নদ থেকে বালু উত্তোলন করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে ড্রেজার চালক মহিউদ্দিন মাঝি, মো. সজিব জমাদার, মিরাজ হোসেন, বলগেট চালক সোহেল ও ফারুককে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতে ড্রেজারচালকদের প্রত্যেককে ১ লাখ করে ৩ লাখ টাকা এবং বলগেট চালকদের ৫০ হাজার করে ১ লাখ টাকাসহ মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, মুলাদী উপজেলায় কোনো বালুমহাল নেই। উপজেলার যেকোনো স্থান থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
Post Comment