অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা
পিরোজপুর প্রতিনিধি ।।
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কঁচা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩টি ড্রেজার জব্দ এবং এর সাথে জড়িত ৭ জনকে আটক করে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান-বিন-মুহাম্মাদ আলীর নেতৃত্বে কঁচা ও বলেশ্বর নদীর মোহনায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন— পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের মৃত সুলতান আহম্মেদ বেপারীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৪০) এবং ইসমাইলের ছেলে মো. হাফিজ (৪২), বাদুরা গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. হাবিবুর রহমান (৪৫) এবং মো. শাহজাহান খানের ছেলে মো. মিজান খান (৩৪), কৃষ্ণনগর গ্রামের মো. মোকাম্মেল তালুকদারের ছেলে মো. জালাল তালুকদার (৪০), নাজিরপুর উপজেলার বেলুয়া মুগারঝোর গ্রামের মো. শাহাবুদ্দিন মাস্টারের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৫০) এবং ইন্দুরকানি উপজেলার টগরা গ্রামের মৃত মোসলেম খানের ছেলে মো. লিটন খান (৩৫)।
এ বিষয়ে ইন্দুরকানি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান-বিন মোহাম্মদ আলী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, ভাঙন তীব্র আকার ধারণ করছে এবং জনজীবন হুমকির মুখে পড়ছে। যেকোনো মূল্যে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এ মাসের ১৭ তারিখ জেলা প্রশাসন ওই স্থানের বালু মহলের ইজারা বাতিল করে পুনরায় ইজারা দেওয়ার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিন্তু তারপরও একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রাখায় আজকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
Post Comment