Loading Now

অসুস্থ গরুর মাংস বিক্রি, হাতেনাতে ধরলো প্রশাসন

ভোলা প্রতিনিধি ।।

ভোরের আলো ফোটার আগেই এক অসুস্থ ও মৃতপ্রায় গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করেন হাফিজ নামের এক মাংস ব্যবসায়ী। এ ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। রোববার (১৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেন সাগর এবং কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ওই মাংস ব্যবসায়ী ভোর ৫টার দিকে মাত্র ৩৫ হাজার টাকায় একটি মৃতপ্রায় অসুস্থ পূর্ণবয়স্ক গরু কিনে শহরের মাংস মহলে নিয়ে আসেন। কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই গরুটি জবাই করেন এবং মাংস বিক্রির চেষ্টা চালান।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযান পরিচালনা করে জবাইকৃত মাংস জব্দ করা হয় এবং সাক্ষ্য-প্রমাণ ও অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

Post Comment

YOU MAY HAVE MISSED