Loading Now

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

বিনোদন ডেক্স ।।

শামীম হাসান সরকার ও অহনা রহমানের প্রেমের সম্পর্ক নিয়ে পানি কম ঘোলা হয়নি একসময়। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ভাইরালও হয়েছে তাঁদের সম্পর্কের খবর। তবে প্রেমের কথা কখনো স্বীকার করেননি তাঁরা। জানিয়েছেন, তাঁরা ভালো বন্ধু। গত মঙ্গলবার শামীম হাসান গণমাধ্যমকে জানালেন, একসময় তাঁদের মধ্যে প্রেম ছিল। কিন্তু সে সময় অহনা তাঁর সাবেক প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখায় সরে আসেন শামীম। অভিনেতার এমন মন্তব্যের জবাব দিয়েছেন অহনা। তিনি বলেন, নিজের দোষ ঢাকতেই এমন কথা বলছেন শামীম।

সম্প্রতি শামীম হাসান সরকারের বিরুদ্ধে অকথ্য গালিগালাজ ও ধর্ষণের হুমকির অভিযোগ করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন শামীম। ধর্ষণের হুমকির কথা অস্বীকার করলেও বাজে ব্যবহারের কথা স্বীকার করেছেন তিনি। এদিন অভিনেতা তাঁর ও অহনার সম্পর্ক নিয়েও কথা বলেন। শামীম জানান, পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে অহনার সাত বছরের সম্পর্ক ছিল। বছর দুয়েক আগে অহনার সঙ্গে সম্পর্কে জড়ান শামীম। কিন্তু তখনো মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে সম্পর্ক রেখেছেন অহনা। সম্পর্ক নিয়ে অভিনেত্রীর ‘ডাবল টাইমিং’য়ের কথা জানতে পেরে নাকি সরে আসেন শামীম। সংবাদ সম্মেলনে অহনার ডাবল টাইমিং নিয়ে কথা বলে আলোচনার জন্ম দেন শামীম। তাঁর করা মন্তব্য ঝড় তুলেছে নেট দুনিয়ায়। নজর এড়ায়নি অহনার।

অহনা মনে করছেন, ধর্ষণের অভিযোগ থেকে সবার দৃষ্টি সরাতেই অহনার প্রসঙ্গ টেনেছেন শামীম। তার কথায়, ‘আমি কোনো দিন কোথাও কি কারও নাম বলেছি? তাহলে আমার নাম নেওয়ার পেছনের কারণ কী? তার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ উঠেছে, সেটা ঢাকার জন্য? ও হয়তো ভেবেছে ধর্ষণ শুধু শারীরিকভাবেই হয়। ধর্ষণ মুখেও করা যায়। সে (শামীম) মেয়েটিকে সবার সামনে গালি দিয়েছে। সে এগুলো করে। এ কারণেই আমি ওর সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছি।’

ডাবল টাইমিং প্রসঙ্গে অহনা বলেন, ‘কিসের ডাবল টাইমিং? আমি একজন নারী। প্রকাশ্যে আমাকে নিয়ে এসব কথা কীভাবে বলে! আমি কি কখনো বলেছি শামীমকে ভালোবাসি? বলিনি। শামীমের সঙ্গে কাজ করতে করতে অন্যদিকে এগিয়ে যাচ্ছিল সম্পর্কটা। আমি এগোতে দিইনি। কারণ, আমি তখনো আগের মানুষটা থেকে বের হতে পারিনি। আর শামীম কি করল! সবার সামনে আমাকে অপমান করল! মিডিয়ার আশি ভাগ মানুষ ওকে অসুস্থ বলে। ওর সামনে হয়তো বলে না। কিন্তু পেছনে বলে।’

 

 

Post Comment

YOU MAY HAVE MISSED