আইপিএলে দল পাননি মোস্তাফিজ
স্পোর্টস ডেক্স ।।
আইপিএলে দল পাননি মোস্তাফিজুর রহমান। নিলামে তার নাম ডাকা হলেও হলেও কোনো ফ্র্যাঞ্চাইজিই সাড়া দেয়নি।
গত আসরে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে চেন্নাইয়ে নাম লিখিয়েছিলেন বাঁহাতি এই পেসার। পুরো মৌসুম খেলতে না পারলেও খুব একটা খারাপ করেননি তিনি। ৯ ম্যাচ খেলে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ উইকেট নেন মোস্তাফিজ। তবে নতুন আসরের জন্য তাকে ধরে রাখেনি চেন্নাই।
এবার মেগা নিলামে নিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি রাখেন তিনি। কিন্তু এবার কোনো দলই আগ্রহ প্রকাশ করল না তার প্রতি।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করার গুরুত্বপূর্ণ অবদান রাখেন মোস্তাফিজুর। সে বছর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন বাঁহাতি এই পেসার। কিন্তু এরপর আইপিএলে নিজের ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ করতে পারেননি তিনি। মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও একাদশে ছিলেন না নিয়মিত। যদিও গত আসরে আলোড়ন তুলেছিলেন বটে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের সঙ্গে তার বোলিংয়ের ধরন ছিল বেশ মানানসই। কিন্তু এবার চেন্নাইও মুখ ফিরিয়ে নিয়েছে।
Post Comment