আইরিশদের অলআউট করে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ
স্পোর্টস ডেক্স ।।
বাংলাদেশ–আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে লিটন দাসের দল। আজ চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে আইরিশরা। আগে ব্যাট করতে নেমে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
শুরুটা দারুণই ছিল সফরকারীদের। ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর শুরুতেই দ্রুত রান তুলতে থাকেন। তাদের ব্যাটে আসে ৩৮ রানের উদ্বোধনী জুটি। তবে ১০ বলে ১৭ রান করা টিম টেক্টরকে বোল্ড করে প্রথম আঘাত হানেন শরীফুল ইসলাম।
এরপর নামেন হ্যারি টেক্টর। তাকেও বেশিক্ষণ টিকতে দেননি মুস্তাফিজুর রহমান। বল্ড হয়ে ফেরেন তিনি। পরপর দুই সেট ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে আয়ারল্যান্ড। এই চাপে আরও বড় ধাক্কা দেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি দ্রুত তুলে নেন লোরকান টাকার (১) ও কার্টিস ক্যাম্ফারের (৯) উইকেট।
দলীয় ৬৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকে আইরিশরা। এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকে স্টার্লিং খেলেছেন ২৭ বলে ৩৮ রানের ইনিংস, থেমেছেন দলের ৭৩ রানের মাথাতে। এরপর গ্যারেথ সঙ্গে জুটি বাধেন জর্জ ডকরেল। ধুঁকতে ধুঁকতে এগিয়েছে আয়ারল্যান্ডের ইনিংস। ১২ বলে ১০ রান করে বিদায় নেন ডিলানি।
যদিও অত সাবলীল ছিলেন না। ২৩ বলে ১৯ রানের ইনিংস খেলে শেষের আগের ওভারে বিদায় নেন ডকরেল। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১১৭ রানে অলআউট হয় আইরিশরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন মুস্তাফিজ ও রিশাদ।



Post Comment