আওয়ামী লীগের পোস্টার লাগানো সেই ছাত্রলীগ নেতা সোহাগ আটক
নিজস্ব প্রতিবেদক ।।
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীতে মাস্ক পড়ে পোস্টার লাগানো ছাত্রলীগের ক্যাডার আবির হোসেন সোহাগকে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
পরে তার দেয়া তথ্যানুযায়ী নগরীর কালিবাড়ি রোড স্থ কালার ডট মিডিয়া নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পোস্টার, ব্যানারের ডিজাইণ উদ্ধার এবং নিষিদ্ধ সংগঠনের কাজে সহায়তার অভিযোগে দোকানের রেজাউল হক সুমন নামক ১ ব্যাক্তিকে আটক সহ কম্পিউটার জব্দ করা হয়েছে।একই সাথে আসামির দেয়া তথ্যানুযায়ী ছাত্রলীগের নেতা সোহাগের পোস্টারিং কাজের ভিডিও ধারন করার জন্য নয়ন ঘরামী নামে এক ব্যাক্তি সর্বমোট তিন ব্যাক্তিকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান।ওসি বলেন আটককৃতরা বরিশাল মহানগর আওয়ামীলীগের পলাতক নেতৃবৃন্দের ইন্ধন ও অর্থায়নে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছেন।
তাদের কে বিজ্ঞ আদালতে প্রেরন করার কথা জানান তিনি।
Post Comment