আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ।।
আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজ বাসায় কেক কেটে উদযাপন করায় বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ড মহিলা লীগের নেত্রী তানিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ জুন) দুপুরে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে আটক করে। আজ বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
জানা গেছে, গ্রেপ্তারকৃত তানিয়া আক্তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কেক কাটার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তা ঘিরে শুরু হয় নানান আলোচনা ও সমালোচনা। ভিডিওতে তানিয়ার সঙ্গে থাকা অন্যান্য ব্যক্তিদেরও শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, আওয়ামীলীগ নেতা খোকন সেরনিয়াবাত মেয়রের দায়িত্ব গ্রহণের পর তার স্ত্রী লুনা আবদুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তানিয়া আক্তারের বিরুদ্ধে নগরীর বেলস পার্ক এলাকাসহ বিভিন্ন স্থানে জমি দখল ও অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর তানিয়া আক্তারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, ভিডিওতে উপস্থিত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
Post Comment