Loading Now

আকস্মিক ভাঙনে বাবুগঞ্জে ৪ বসতঘর বিলীন, হুমকির মুখে দুটি বিদ্যালয়

বাবুগঞ্জ প্রতিবেদক ॥

বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের দক্ষিণ চরহোগল পাতিয়া গ্রামে আকস্মিক নদী ভাঙনে ৪টি বসতঘর বিলীন হয়ে গেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার সন্ধ্যা নদীর আকস্মিক ভাঙনে এসব ঘর বিলীন হয়ে যায় । এ সময় নদী পাড়ের গাছপালাও নদী গর্ভে তলিয়ে গেছে। ওই এলাকার সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ চরহোগল পাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় জামে মসজিদ সহ ২৫ টি বসতঘর হুমকীতে রয়েছে।

ভুক্তভোগী মজিদ বেপারি জানান, স্ত্রী ও সন্তানদের নিয়ে কোনরকম দিন কাটছিলো। কিন্তু সন্ধ্যা নদী এক নিমিষেই সবকিছু শেষ করে দিলো আমাদের। ভিটা-মাটি কেড়ে নিয়ে আমাদের পথে বসিয়ে দিলো। এখন সন্তানদের নিয়ে আমরা কোথায় যাব। ভুক্তভোগী আজিজ বেপারি জানান, রাত ১১টার দিকে হঠাৎ করে গাছ-পালা ও ঘর বাড়ি দেবে যাচ্ছিল। সরানোর কোনো সুযোগ আমরা পাইনি।

ওই এলাকার নাজমুল ইসলাম বলেন, হঠাৎ করে শব্দ শুনতে পাই। দেখে মনে হলো এখানে ২০০ হাত পানি হয়ে গেছে। তারপর অনেক জায়গা নিয়ে বসে যাচ্ছে। ভুক্তভোগী পরিবারের কোনো মালামাল সরানোর সুযোগ দেয়নি।

সন্ধ্যা নদীর গর্ভে বিলীন হওয়া ভুক্তভোগী মজিদ বেপারি, আজিজ বেপারি, সালেক বেপারি ও বারেক বেপারি সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, সন্ধ্যা নদীর ভাঙনের মুখে রয়েছে ওই এলাকার দুটি বিদ্যালয় সহ অনেক বসতবাড়ি। আমি পানি উন্নয়ন বোর্ড এর প্রতি ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নিতে জোরালো দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে অবগত আছি । ওই এলাকার চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED