Loading Now

আগে দেখা হলে, আগেই বিয়ে করতাম

 

বিনোদন ডেক্স ।।

বলিউডে বহু অপরিণত প্রেমের মধ্যে একটি হল গোবিন্দ এবং রাবীনা টন্ডনের সম্পর্ক। এই সম্পর্কের কথা সম্প্রতি শেয়ার করেছেন গোবিন্দের স্ত্রী সুনীতা অহুজা।

 

গোবিন্দ ও রাবীনা টন্ডন একসঙ্গে অনেক হিট ছবিতে অভিনয় করেছেন, যেমন ‘আন্দাজ অপনা অপনা’, ‘আঁখিয়ো সে গোলি মারে’, এবং ‘পরদেসী বাবু’। সুনীতা জানান, রাবীনা এখনও বলেন, ‘তোর সঙ্গে আগে দেখা হলে, তোকেই আগে বিয়ে করতাম।’আগে দেখা হলে, আগেই বিয়ে করতাম গোবিন্দ কে
সুনীতা মজা করে উত্তর দেন, ‘নিয়ে যা, তা হলে হাড়ে হাড়ে টের পাবি।’

সুনীতা এবং রবীনার মধ্যে একটি সুন্দর সখ্য ছিল, এবং সুনীতার অন্যান্য বলিউড অভিনেত্রীদের সঙ্গেও বন্ধুত্ব ছিল, যেমন শিল্পা শেট্টি ও মনীষা কৈরালা। শুটিং শেষে তাঁরা প্রায়ই একসাথে সময় কাটাতেন।

সুনীতার ভাষ্য, ‘আমি বলেছি, আগামী জন্মে যেন গোবিন্দ আমার স্বামী না হয়, কারণ তিনি কোথাও ঘুরতে যেতে চান না।’

Post Comment

YOU MAY HAVE MISSED