Loading Now

আজ ৯নং সেক্টরের বেসামরিক প্রধান নূরুল ইসলাম মনজুর’র মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক  ॥

আজ ৯নং সেক্টরের বেসামরিক প্রধান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মনজুর’র ৫ম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ২৫ মে তিনি মৃত্যুবরন করেন। নূরুল ইসলাম মনজুর’র বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নের হেতালিয়া গ্রামে। বাবা প্রয়াত হেমায়েত উদ্দিন আহমেদ ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর। বাবার চাকরিস্থল বরিশালে তার জন্ম হয় ১৬ নভেম্বর ১৯৩৬ সালে। নূরুল ইসলাম মনজুর আগরতলা ষড়যন্ত্র মামলার আইনজীবী ছিলেন। এছাড়া তিনি ১৯৫৪ থেকে ১৯৬২ সাল পর্যন্ত বরিশাল জেলা ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। ১৯৬১ সালে তিনি ইকবাল হল (জহুরুল হক হলের) ভিপি নির্বাচিত হন। এরপর ১৯৬২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বৃহত্তর বরিশাল আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। ১৯৭০ সালে তিনি বরিশাল সদর থেকে এমএনএ (জাতীয় পরিষদ সদস্য) নির্বাচিত হন। ১৯৭৩ সালে বরিশাল সদর থেকে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯৬ সালে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নূরুল ইসলাম মনজুর বার্ধক্য জনিত কারনে ২০২০ সালের ২৫ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ পরিবারের পক্ষ থেকে ঢাকার গুলশান, খুলনা ও পিরোজপুরের ভান্ডারিয়াস্থ বাসভবনে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED