Loading Now

আত্মকর্মসংস্থানে দেশজুরে ফ্রিলান্সিং প্রশিক্ষণে আগ্রহী যুব সমাজ

নিজস্ব প্রতিবেদক ।।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর ও ই লার্নিং এন্ড আর্নিং লি: কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের ৪র্থ ব্যাচের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলায় ১২৯২ জন আবেদনকারীর ৫৬৭ জন লিখিত পরীক্ষায় ও ২০০জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করে, এর মধ্য থেকে ৭৫জন উত্তীর্ণ হয়েছে এবং ৩০জন অপেক্ষমান তালিকায় রয়েছে। দুইদিনের পরীক্ষা কার্যক্রম উপস্থিত থেকে পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা: তানিয়া ফেরদৌস, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, জেলা যুব উন্নয়নের উপপরিচালক মো: সাহাবুদ্দিন সরদার ও ই-লার্নিং এন্ড আর্নিং লি: বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে ২০২৫ সাল থেকে দেশের ৪৮ টি জেলায় যুব ও যুব মহিলাদের এজন্যই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইতোমধ্যে দেশেজুরে ৩টি ব্যাচে ৭২০০ জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সম্পন্ন করেছে, তাদের ৬২ শতাংশের অধিক সরাসরি আয়ের সাথে সম্পৃক্ত হয়েছে ও নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। উদ্যোক্তাগণ প্রায় ৯ লক্ষ মার্কিন ডলার আয় করেছে যা বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি টাকা এ আয় চলমান রয়েছে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।

প্রকল্পটি যুব সমাজের মাঝে প্রভূত কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় ৪র্থ মেয়াদে (অক্টোবর’২০২৫ – ডিসেম্বর’২০২৫) প্রশিক্ষণার্থী ভর্তির লক্ষ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে লক্ষাধিক আবেদন পড়ে।

এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’। বরিশাল ব্রাঞ্চের অফিস সাগরদী ডোস্ট প্যাট্রোল পাম্পের পাশে নতুন কাফরা বাড়ি বিল্ডিং এর তৃতীয় তলায়।
নির্বাচিত প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ শেষে দৈনিক ২০০/- (দুইশত) টাকা হারে ভাতা পাবে ও দৈনিক সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা প্রদানসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ প্রদান করা হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED