Loading Now

আদালতের রায়ের পর বরিশালে মিস্টি বিতরণকালে রহমাতুল্লাহ

নিজস্ব প্রতিবেদক ।।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ের মধ্য দিয়েই শেখ হাসিনা গংদের চূড়ান্ত বিচার করবে জনগণ।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীর কাকলীর মোড়ে আদালতের সাম্প্রতিক রায় প্রকাশ উপলক্ষে সাধারণ শ্রমজীবীদের মাঝে মিষ্টি বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

রায় ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আজ যে রায় ঘোষিত হয়েছে, এটি প্রতীকী বিচার মাত্র। জনগণ এতে স্বস্তি পেলেও তারা আরও বড় পরিবর্তন চায়। আওয়ামী সন্ত্রাসী ও শেখ হাসিনা গোষ্ঠীর রাজনীতিকে বাংলার মাটি থেকে চিরতরে বিদায় করতেই তারা প্রস্তুত।

রহমাতুল্লাহ আরও বলেন, এই দেশের বহু মানুষকে মিথ্যা মামলায় ফাঁসির দিকে ঠেলে দিয়েছে খুনি হাসিনা সরকার। প্রকৃতির বিচার আল্লাহ এভাবেই করেন, খুনী হাসিনার করা ট্রাইব্যুনালেই তার ফাঁসির রায় হলো।

তিনি দাবি করেন, জনগণ এবার ব্যালটের মাধ্যমেই দেশের ‘চূড়ান্ত বিচার’ নিশ্চিত করতে চায়। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই এ পরিবর্তন বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিদেশে অবস্থানরতদের প্রসঙ্গে তিনি বলেন, খুনী শেখ হাসিনাসহ যারা বিদেশে পলাতক রয়েছেন, তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনানুগ শাস্তি কার্যকর করা জরুরি। বাংলার মানুষ আর কোনো খুনি স্বৈরশাসককে এই দেশে দেখতে চায় না।

এদিকে মিষ্টি বিতরণকালে শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তারা মিষ্টি গ্রহণ করে প্রকাশ করেন যে, স্বৈরশাসকের শাস্তির রায় দেখে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। অনেকেই বলেন, এই রায়ের মাধ্যমে নিপীড়িত মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে।
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি নুরুল মোমেন কোটন, ১নং যুগ্ম-আহবায়ক তারিক সুলায়মান, যুগ্ম-আহবায়ক মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, সহ-সভাপতি ইলিয়াছ আহমাদ, সহ-সধারণ সম্পাদক কেএম মাহমুদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাহাত তালুকদার প্রমুখ।

Post Comment

YOU MAY HAVE MISSED