Loading Now

আদালতে হাজিরা দিলেন সাবেক এমপি জেবুনেচ্ছা আফরোজ সহ ৪ জন

নিজস্ব প্রতিবেদক ॥

রাজনৈতিক মামলায় রোববার বরিশাল আদালতে চার আওয়ামী লীগ নেতাকে হাজির করা হয়। তারা হলেন : সাবেক এমপি জেবুন্নেচ্ছা আফরোজ, ১০ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি ও ছাত্রলীগ নেতা রিশাদ। কড়া নিরাপত্তায় তাদেরকে দুপুরে আদালতে নিয়মিত  হাজিরা শেষে পুনরায় কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের ফলে গত বছর ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।ফলে অবসান ঘটে হাসিনার ১৫ বছরের শাসনকালের।এরপর বরিশালের আওয়ামী লীগের নেতারাও আত্নগোপন এ চলে যায়। এ ১ বছর এ নামে বেনামি একাধিক মামলার আসামী হয়েছেন লীগ নেতা কর্মী সমর্থক রা।এদের মধ্যে থেকে  সাড়ে ৪ শতাধিক আসামি গ্রেফতার করেছে পুলিশ। প্রতিদিনই কেউ না কেউ আটক হচ্ছেন। এ  তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সদর কোর্টের  জিআরও এনামুল হক।

Post Comment

YOU MAY HAVE MISSED