Loading Now

আদালত প্রাঙ্গণে সাবেক এমপি শম্ভুর ওপর ডিম নিক্ষেপ

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনা বিএনপি কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ মে) বরগুনার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ আদেশ দেন।

এরআগে দুপুর ১২টার দিকে পাঁচবারের সাবেক এমপি শম্ভুকে পুলিশ পাহারায় ঢাকার কেন্দ্রীয় কারগার থেকে বরগুনা কারাগারে আনা হয়। শুনানি শেষে তাকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় বিএনপি সমর্থিতরা ডিম নিক্ষেপ করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৭ মার্চ বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর এবং হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের ১৫৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামাদের আসামি করে ২০২৪ সালের ৩০ এপ্রিল বরগুনা সদর থানায় মামলা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের ছেলে এস এম নাঈমুল ইসলাম।

বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থী গোলাম সরোয়ার টুকুর সঙ্গে হেরে বরগুনায় আর দেখা যায়নি সাবেক এমপি শম্ভুকে। পরে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১২ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে মহানগর গোয়েন্দা শাখার একটি টিম তাকে গ্রেফতার করে। তাকে নিউমার্কেট থানার আন্দোলন চলাকালীন ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। এছাড়া আশুলিয়া থানায় আরেকটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।

Post Comment

YOU MAY HAVE MISSED