Loading Now

আধুনিক ও আভিজাত্যের মিশেলে রূপকথার ‘পরী’

সম্পূর্ণ কমেন্টে ।।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সমানভাবে আলোচনায় থাকেন এ অভিনেত্রী। ব্যক্তিগত জীবনসহ দেশের নানা ইস্যু নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকতে দেখা যায় তাকে।

 

আবারও নতুন করে নেটদুনিয়ার আলোচনায় তিনি। সম্প্রতি এমেরাল্ড গ্রিন রঙের সিকুইন বল গাউন পরা কিছু একগুচ্ছ ছবি ফেসবুকে শেয়ার করে অনলাইন দুনিয়ায় ঝড় তুলেছেন পরীমণি।  ছবিগুলোতে দেখা যায় অফ-শোল্ডার ও সফট হার্ট-শেপ কাটের এই পোশাকটি তার ঘাড় ও কলারবোনকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যা তার লুকে যোগ করেছে এক অনন্য অভিজাত মাত্রা।

 

এছাড়া নেকলাইনের সঙ্গে তার গলার মানানসই ক্রিস্টাল নেকলেসটি অভিনেত্রীর সৌন্দর্যে যেন নতুন পালক যোগ করেছে। গ্ল্যামারাস লুকের সঙ্গে তাল মেলাতে অভিনেত্রীর হাতে ছিল হালকা মেহেদির আলপনা, যা আলাদা করে নজর কেড়েছে।

 

ছবিগুলো শেয়ারের পর থেকেই সহকর্মী থেকে শুরু করে ভক্তদের প্রশংসায় রীতিমতো ভাসছেন এই চিত্রনায়িকা।

তথ্য সূত্র : যুগান্তর,,,

Post Comment

YOU MAY HAVE MISSED