Loading Now

আনন্দভ্রমণে গিয়ে লাশ হয়ে ফিরলেন বরিশালের মিমরাজ

নিজস্ব প্রতিবেদক ।।

ভোলায় বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে গিয়ে মিমরাজ (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ৩টায় ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে মিমরাজকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিমরাজ বরিশাল নগরীর পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের মৃত খোরশেদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ও দুই সন্তানের জনক ছিলেন।

মিমরাজের বন্ধু ইমরান হোসেন জানান, শুক্রবার সকালে বরিশালের বেলতলা ঘাট থেকে ১০০ জন বন্ধু মিলে লঞ্চযোগে ভোলার উদ্দেশ্যে আনন্দভ্রমণে বের হন। তাদের লঞ্চটি ইলিশা লঞ্চঘাট এলাকায় পৌঁছালে দুপুরে খাবার খেয়েছেন মিমরাজ। এরপর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মিমরাজ দীর্ঘদিন ধরে হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়াও তিনি পাইলসসহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, আনন্দভ্রমণের সময় অতিরিক্ত উল্লাসের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED