আনিছুর রহমানের ছোট ভাই রফিকুলের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক ॥
নগরীর বটতলা রাজু মিয়ার পোল এলাকার মোহাম্মদ নজির আহম্মেদের ছোট ছেলে সংবাদপত্র বিক্রেতা আনিছুর রহমানের ছোট ভাই রফিকুল ইসলাম রফিক (৫০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। দীর্ঘদিন ধরে তিনি লিভার সমস্যায় ভুগছিলেন। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। গতকাল সকাল ৭টায় রফিক মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজ বাদ জোহর নবগ্রাম রোড বাইতুল মামুর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ ও আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে নগরীর মুসলিম গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
Post Comment