Loading Now

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা

 

নিজস্ব প্রতিবেদক ।।

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানে ৯ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯ টায় দুর্নীতি দমন কমিশন বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানের শুরুতে সার্কিট হাউজ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম-সচিব পরিচালক স্থানীয় সরকার বিভাগ বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ নাজিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল রেজওয়ান আহমেদ, সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় বরিশাল মোঃ মোজাহার আলী সরদার।

এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা, এনজিও প্রতিনিধি এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা দুর্নীতি বিরোধী কার্যক্রম সহ দুর্নীতি প্রতিরোধে আমাদের করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED