Loading Now

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ।।

২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনব্যাপী মেলা, শপথপাঠ অনুষ্ঠান ও নারী দিবসের গুরুত্ব সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় গৃহকর্মী নারীদের হাতের তৈরি নকশীকাঁথা, তৈরি পোশাক ও পিঠা এবং তাদের অন্যান্য পন্যসামগ্রী প্রদর্শিত হয়। ১০১ নং কীর্তনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত এই মেলায় ৬টি স্টলে তাদের পন্য প্রদর্শন করেছে। স্টলগুলি হলো:
১.প্রত্যয়ী ( গৃহকর্মীদের হাতের তৈরি নকশীকাঁথা, তৈরি পোশাক)
২.রসনা বিলাস ( গৃহকর্মীদের হাতে তৈরি পিঠা)
৩.বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা (বিবিডিসি)
৪.২ টাকায় সুরক্ষা( বাংলার বাঘ ফাউন্ডেশন)
৫.ট্রাশ টু ট্রেইজার ( গৃহকর্মীর সন্তানদের হাতে তৈরি গহনা সহচরী)
৬.EWCSA ( আভাস)-প্রকল্প সম্পর্কিত তথ্যসেবা

প্রায় ২০০ গৃহকর্মী দুই টাকার বিনিময়ে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করে এবং ১৫৫ জন শিশুর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। এছাড়া প্লাস্টিকসামগ্রী রিসাইকেলকৃত পন্য থেকে উতপন্ন পন্য প্রদর্শিত হয় যার থেকে অর্জিত অর্থ গৃহকর্মীর সন্তানদের শিক্ষা সুরক্ষায় ব্যায় হবে৷

এছাড়া বিকাল সাড়ে ৪ টাশ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শপথ বাক্য পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রোগ্রাম ডিরেক্টর আফরোজা বিলকিস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) লুসি কান্ত হাজং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধীদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ। আরো উপস্থিত ছিলেন আভাসের ফাইন্যান্স ডিরেক্টর সাইফুন নেসা লাকি। এছাড়া উপস্থিত ছিলেন EWCSA এর এর সকল স্টাফবৃন্দ

Post Comment

YOU MAY HAVE MISSED