Loading Now

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক ।।

‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবারনগরীর সার্কিট হাউজ সম্মেলনকক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, এক সময়ে সমাজে নারীকে অশিক্ষা ও কুসংস্কারের শিকলে আবদ্ধ করে রাখা হয়েছিল। কঠোর পুরুষতান্ত্রিক সমাজে নারীরা অপসংস্কৃতি ও নারীবিদ্বেষী নিয়মের বেড়াজালে বন্দী ছিলেন। কঠোর নিয়মের মধ্যে তাদের জীবন-যাপন সীমাবদ্ধ ছিল। জ্ঞান অর্জনের ক্ষেত্রেও তারা নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হতো। এমন দু:সময়ে বেগম রোকেয়া কলম ও কর্ম- দুটোকেই হাতিয়ার করে নারীর মুক্তির পথ দেখিয়েছেন। তাঁর লক্ষ্য ছিল একটি প্রগতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা। আজও তাঁর আদর্শ আমাদের সমাজকে সচেতন ও আলোকিত করার অনুপ্রেরণা দেয়।
তিনি নারী উন্নয়নের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, নারীরা এখন ঘরে কাজ করার পাশাপাশি পুরুষের ন্যায় বাহিরেও নির্বিঘ্নে কাজ করতে পারেন। তারা মাতৃদায়িত্ব থেকে শুরু করে মহাকাশেও কাজ করে যাচ্ছেন। বর্তমানে দেশের অর্থনৈতিক কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ আগের তুলনায় বেড়েছে যা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভায় অন্যান্য বক্তারা বলেন, শুধু একাডেমিক জ্ঞান অর্জনেই নয়; সাংস্কৃতিক জোট, দাবা, সাংবাদিকতা, ক্রিকেট, ফুটবল, কেরাম, পরিবেশ রক্ষাসহ নানা সামাজিক আন্দোলন ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডেও নারীদের অংশগ্রহণ আজ চোখে পড়ার মতো। নেতৃত্বের আনুষ্ঠানিক জায়গায় তারা হয়তো কম দৃশ্যমান, কিন্তু চিন্তা, শ্রম ও দায়বদ্ধতায় তারা ক্রমেই নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছেন। প্রতিটি ক্ষেত্রেই এখন নারী ও পুরুষ সমানভাবে এগিয়ে যাচ্ছে।

জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ (অব:) গাজী জাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ‘অদম্য নারী পুরষ্কা’ ২০২৫ কর্মসূচির আওতায় বরিশাল জেলা ও সদর উপজেলা পর্যায়ে ০৫ ক্যাটাগরিতে নির্বাচিত মোট ১০ জন শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED