আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনন্সটিউটের আয়োজনে আজ শনিবার সকালে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ডা. গোলাম রাব্বানী।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক প্রফেসর ওমর ফারুক,জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক গৌতম বাড়ৈ,বরিশাল সরকারি মডেল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুনসহ অন্যানরা।
অনুষ্ঠানে বরিশাল অঞ্চলের ৬ষ্ঠ থেকে নবম ক্যাটাগরিতে ১২১ জন।এবং দশম থেকে দ্বাদশ ক্যাটাগরিতে ১১৭জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
Post Comment