Loading Now

আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনে ২ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসেন

 

আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আনোয়ার হোসাইন লন্ডন থেকে সংগঠনের উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন।

এই উদার অনুদান সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক পর্যায়ে সংগঠনের সুনাম ও কার্যক্রমের পরিসরকে আরও প্রসারিত করবে। এটি সংগঠনের চলমান ও আসন্ন প্রকল্পসমূহে গতি সঞ্চার করবে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি লাভলু মিয়া এবং সংগঠনের পক্ষ থেকে মো. আনোয়ার হোসাইনের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। তার এই মহৎ দান সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে সংগঠনের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মো. আনোয়ার হোসাইনের এই উদ্যোগ অন্যান্য দানশীল ও সমাজসেবী ব্যক্তিদের অনুপ্রাণিত করবে এবং সংগঠনের উন্নয়নে আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করবে। সংগঠনের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করা হয়েছে যে, ভবিষ্যতেও তিনি সংগঠনের পাশে থেকে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন।

সংগঠনের সকল সদস্য, উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকে মো. আনোয়ার হোসাইনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED