Loading Now

আপনার কি আমার শর্টস পরা ছবি দেখার খুব ইচ্ছা

পুনাম বাজওয়া নামের এক নারীর শর্টস পরা ছবি এডিট করে অভিনেত্রী শবনম ফারিয়ার মুখ বসিয়ে প্রচার করা হচ্ছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শবনম ফারিয়া।

মঙ্গলবার (০১ এপ্রিল) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়টি জানিয়েছেন।

পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, “আপনার কি আমার শর্টস পরা ছবি দেখার খুব ইচ্ছা? আমি তো বিদেশে বেড়াতে গেলে শর্টস পরে ছবি আপলোড করি! এবং আমার সেই ছবিগুলো যথেষ্ট অশালীন কিংবা রগরগে মনে না হলে, যদি আপনি হতাশ হন, তাহলে দুঃখিত!”

তিনি পুনাম বাজওয়ার ইনস্টাগ্রাম আইডির লিংক শেয়ার করে লেখেন, “বেশ কিছুদিন ধরে কেউ বা কারা পুনামের এই ছবিটি এডিট করে আমার মুখ বসিয়ে ফেসবুকে পোস্ট করছে। তাদের পরিচয় এবং উদ্দেশ্য আমার জানা নেই।”

শবনম ফারিয়া বাধ্য হয়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার কথা উল্লেখ করে বলেন, “অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অযথা আলোচনা কিংবা সংবাদে আসা আমার খুব অপছন্দ। তবে মাঝে মাঝে কিছু বলার উপায় থাকে না!”

Post Comment

YOU MAY HAVE MISSED