আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
স্পোর্টস ডেক্স ।।
শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানের ব্যাটিং নৈপুণ্যে ৫ বল হাতে রেখেই ২ উইকেটে জয় পায় বাংলাদেশ।
আফগানিস্তানের দেয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরাবরের মতোই ওপেনিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। দলীয় মাত্র ৩ রানে তানজিদ হাসান তামিম আউট হন।
দলীয় ১৬ রানে পারভেজ হোসেন ইমন একই পথ ধরেন। তারা দুজনই ব্যক্তিগত ২ রানে আউট হন।
দলের অন্যতম ভরসা সাইফ হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ২৪ রানে (ব্যক্তিগত ১৮) তিনি সাজঘরে ফেরেন।
অধিনায়ক জাকের আলী অনিক আগের ম্যাচে ব্যর্থ হলেও এই ম্যাচে তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩২ রান। তাকে ফেরান রশিদ খান। শামীম হোসেন প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এই ম্যাচে তার ব্যাট থেকে আসে ২২ বলে ৩২ রানের ঝলমলে ইনিংস। তবে দলীয় ১০২ রানে তার বিদায়ের পরই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামে। নাসুম আহমেদ (১০), সাইফুদ্দিন (৪), রিশাদ হোসেন (২) আউট হন দ্রুত।
তবে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও দলকে আগলে রাখেন নুরুল হাসান সোহান। তার দুর্দান্ত ঝোড়ো ইনিংসে বাংলাদেশ জয়ের বন্দর খুঁজে পায়। তিনি ২১ বলে ৩১ রান করেন।
আফগান বোলারদের মধ্যে সফল ছিলেন আজমতুল্লাহ ওমরজাই। তিনি ৪ উইকেট তুলে নেন। এছাড়া রশিদ খান পান ২ উইকেট।
এর আগে আফগানিস্তানের ইনিংসের শুরুতে সেদিকুল্লাহ অটল (২৩) ও ইব্রাহিম জাদরান (৩৮) দলকে ভালো সূচনা এনে দেন। জাদরান ধীর-স্থিরভাবে খেলছিলেন। তবে তিনি ৩৭ বলে ৩৮ রান করে আউট হন। অন্যদিকে উইকেটকিপার-ব্যাটার রহমতুল্লাহ গুরবাজ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২২ বলে ৩০ রান করেন। তাকে সঙ্গ দিচ্ছিলেন আজমতউল্লাহ ওমরজাই।
মাঝের ওভারে দ্রুত দুই ব্যাটার ফেরেন। ওয়াফিউল্লাহ তারাখিল (১) ও দারউইশ রাসুলি (১৪) আউট হলে চাপে পড়ে আফগানিস্তান। শেষদিকে মোহাম্মদ নবী ওমরজাইকে সাথে নিয়ে ইনিংস বড় করার পথে হাঁটেন। নবী ১২ বলে ২০ রানে ও ওমরজাই ১৭ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে নাসুম আহমেদ ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট তুলে নেন। লেগ-স্পিনার রিশাদ হোসেনও শিকার করেন ২ উইকেট। অন্যদিকে শরিফুল ইসলাম ৪ ওভারে খরচ করেন মাত্র ১৩ রান।
Post Comment