Loading Now

আবারো প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

 

স্পোর্টস ডেক্স ।।

নেট বোলার থেকে বিপিএলের মঞ্চে এসেই বাজিমাত করেছিলেন আলিস আল ইসলাম। অভিষেকে পেয়েছিলেন হ্যাটট্রিক। এরপর ইনজুরির সঙ্গে লড়াই আর অবৈধ বোলিং অ্যাকশনে মাঠের বাইরে থাকেন দীর্ঘদিন। রহস্য স্পিনার খ্যাত বোলারের বোলিং অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

বিপিএলে গত গত ১৯ জানুয়ারি চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন আলিস। সেদিন ফরচুন বরিশালের বিপক্ষে বোলিংয়ের পর তার বোলিং অ্যাকশন নিয়ে উঠে প্রশ্ন। অবশ্য পরের ম্যাচে খেলেননি। আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলছেন তিনি। চিটাগং কিংসের সূত্র জানিয়েছে, আলিসের বোলিং অ্যাকশন রিপোর্টেড করা হয়েছে।

 

কোনো বোলারের বোলিং অ্যাকশন রিপোর্টেড করা হলেও তিনি খেলা চালিয়ে যেতে পারবেন। বোলিংও করতে পারবেন। তবে পরীক্ষায় পাশ করতে হবে ওই বোলারকে। সূত্র জানিয়েছে, আগামী ২৫ জানুয়ারি মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশান পরীক্ষা দিতে হবে আলিসকে। সেখানে উতরাতে পারলে আবারও খেলায় ফিরতে পারবেন এই স্পিনার।

আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ এবারই প্রথম নয়। একই অভিযোগে ২০১৯ সালে অভিযুক্ত হয়েছিলেন আলিস। সেবার বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ থেকে ছাড়পত্র পেয়ে আবার ফিরেছিলেন। এবার ফেরার পথটা কেমন হয় আলিসের, সেটাই দেখার।

Post Comment

YOU MAY HAVE MISSED