Loading Now

আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর পোর্ট রোড এলাকার পপুলার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ (এসআই) গোলাম নাসিম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নগরীর পোর্ট রোডে অবস্থিত পপুলার হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছে। তারই সূত্র ধরে বুধবার রাতে ওই হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, নগরীর পোর্ট রোড ও লঞ্চঘাট এলাকার আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। সে মোতাবেক বুধবার রাতে পপুলার হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED