Loading Now

আভাস স্টাফদের সেইভগার্ড পলিসি সম্পর্কে ওরিয়েন্টেশন প্রদান

 

নিজস্ব প্রতিবেদক ।।

আভাসের বাস্তবায়নে এবং প্লান ইন্টারন্যাশনাল এর অর্থায়নে অর্গানাইজেশনের স্টাফদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এর জন্য আভাসের ৩৫জন স্টাফকে সেইভগার্ড পলিসি সম্পর্কে ওরিয়েন্টেশন প্রদান করা হয়। ১৯ নভেম্বর আভাস প্রধান কার্যালয়ে সকালে
ওরিয়েন্টেশন প্রদান করেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। এসময় উপস্থিত ছিলেন অর্গানাইজেশন ডেভেলপমেন্ট পরিচালক জহিরুল হাসান, সেইভগার্ড ফোকাল সঞ্জয় বিশ্বাস এবং মনিটরিং কো-অর্ডিনেটর মোঃ আলি আহসান।

ওরিয়েন্টেশনে সেইভগার্ড পলিসি, পিএসইএ পলিসি এবং অভিযোগ সাড়া দান পদ্ধতিসহ বিভিন্ন কমিটি (জেন্ডার, শিশু সুরক্ষা, যৌন হয়রানি প্রতিরোধ কমিটি ও হুইসেল ব্লো ফোকাল এর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করার মাধ্যম স্টাফদের স্বচ্ছ ধারণা প্রদান করা হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED