Loading Now

আমতলীরতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আমতলী প্রতিনিধি ।।

বরগুনার আমতলীতে পুকুরে ডুবে চার বছর বয়সী আছিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আছিয়া ওই গ্রামের ইউনুচ প্যাদারের কন্যা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব তারিকাটা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, আছিয়ার মা নিপা বেগম সকালে বাড়ির গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এসময় আছিয়া বাড়ির উঠানেই খেলছিল। একপর্যায়ে শিশুটি বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সকাল ১১টার দিকে তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। কোনো অভিযোগ না থাকায় শিশুটির পরিবার মরদেহ দাফনের জন্য নিয়ে গেছে।

Post Comment

YOU MAY HAVE MISSED