‘আমার ছেলে যদি অপরাধ করে থাকে তাহলে বিচার হোক’: রুহুল আমিন
ঝালকাঠি প্রতিনিধি ।।
ভারতের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার অভিযুক্ত শরিফুল ইসলাম সাজ্জাদের বাবা রুহুল আমিন ফকির বলেন, আমার ছেলে যদি অপরাধ করে থাকে তাহলে তার বিচার হোক। আর যদি অপরাধ না করে তাহলে একজন বিদেশি হিসেবে তাকে যেন হয়রানি না করে তাকে মুক্তি দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হোক।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামে সাজ্জাদের গ্রামের বাড়িতে গেলে তার বাবা সাংবাদিকদের এ কথা জানান।
সাজ্জাদের বাবা রুহুল আমিন ফকির বলেন, আমার ছেলে শরিফুল ইসলাম সাজ্জাদ খুবই ভাল ছিল। আমি ১৯৮৮ সাল থেকে বিএনপির রাজনীতি সঙ্গে সম্পৃক্ত। ১৯৯৬ সালে দলের জন্য মাইর খেয়েছি অল্পের জন্য বেঁচে যাই। আমি বিএনপি করার কারণে এলাকার জনগণ আমাদের ওপর ক্ষিপ্ত। আমার ছেলেও রাজনীতির সঙ্গে জড়িত। সে এর আগে বাড়িতে ভালোভাবেই বসবাস করতো।
রুহুল আমিন ফকির আরও বলেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ৭ জানুয়ারির পরে অত্যাচারে আমরা এলাকায় থাকতে পারতাম না। ওই সময় আমার ছেলে কোথায় কি চলে গেছে সেটা আমরা বলতে পারি না। সে ভারতে গিয়ে একটা হোটেলে চাকরি করেন। পরে শুনি তাকে পুলিশ গ্রেফতার করেছে। সে ওখানে ওই কাজে জড়িত কিনা তা আমরা জানি না। আমরা সংবাদ দেখে তাকে শনাক্ত করি।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, আমাদের কাছে এখনও কোনো বার্তা আসেনি। তবে সাজ্জাদের বিরুদ্ধে নলছিটি থানায় এবং ঢাকায় হত্যা মামলা রয়েছে। সে ছিনতাইয়ের সঙ্গেও জড়িত বলে পুলিশের কাছে অভিযোগ আছে।
Post Comment