Loading Now

আমি আবারও এমপি-মন্ত্রী হবো: গ্রেপ্তারের পর শাহজাহান ওমর

অনলাইন ডেক্স ।।

ঝালকাঠির রাজাপুর থানায় গ্রেপ্তার হয়েছে বহুল সমালোচিত ব্যারিস্টার শাহজাহান ওমর। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

দুপুরে তাকে হাজির করা হলে আদালত ওমরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে বুধবার রাত ৮টার দিকে শাহজাহান ওমরের রাজাপুরের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুদ্ধ জনতা। তখন তিনি বাসায় ছিলেন না।

বৃহস্পতিবার সকালে শাহজাহান ওমর বরিশাল থেকে রাজাপুর যাওয়ার সময় বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের পিংরি নামক স্থানে তার গাড়ি বহরে হামলা করে জনতা। এসময় তার গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনার পর শাহজাহান ওমর বিএনপির নেতা কর্মীদের নামে অভিযোগ জানাতে রাজাপুর থানায় গেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিতুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাহজাহান ওমরকে ঝালকাঠি আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক আফরোজা বিনতে শহিদ তাকে জেল হাজতে পাঠিয়েছে।

এসময় আদালত চত্বরে বিপুল সংখ্যক উৎসুক জনতা এবং বিএনপির নেতা কর্মীরা আদালত চত্বরে ভিড় জমায়। এসময় ওমরকে বহন করা পুলিশের গাড়িকে লক্ষ্য করে ডিম এবং জুতা নিক্ষেপ করেছে সাধারণ জনতা।

জানা গেছে, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে বৃহস্পতিবার সফর করবেন।

আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে একটি গ্রুপ পৃথক হয়ে উপজেলা সদরে শাহজাহান ওমরের বাসভবনে হামলা করে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে।

আজ সকাল পৌনে ৯টার দিকে শাহজাহান ওমর রাজাপুরে প্রবেশ করতে চাইলে উপজেলারর সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা।

এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। আহতাবস্থায় গ্রামের মধ্য দিয়ে প্রান্তিক পথ ঘুরে সাংগর গ্রামের বাড়িতে অবস্থান নেন।

কিছুক্ষণ পর সাড়ে ১০টার দিকে রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করে ব্যবহারের অনুপযোগী করেছে। আমাকেও আহত করেছে।

ইচ্ছা ছিলো বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কিন্তু এখন তো আমার গাড়ি নাই, কিভাবে সেখানে যাবো। আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় আসছিলাম মামলা দিতে।

পুলিশ বলছে আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না। এ সময় তিনি হুঙ্কার দিয়ে সাংবাদিদের সামনে বলেন, আমি আবার এমপি হবো মন্ত্রী হবো।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে।

শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল বলেন, ‘শাহজাহান ওমরের বাড়ি ও গাড়ি ভাঙচুর করার ঘটনায় তিনি থানায় যান। পরে তাৎক্ষণিক পার্শবর্তী কাঠালিয়া থানায় মামলা বসিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

Post Comment

YOU MAY HAVE MISSED