Loading Now

আমি ঠোঁট মিলিয়েই এতদূর এসেছি: জেফার

 

 

বিজয় দিবসে মানিক মিয়া অ্যাভিনিউতে সবার আগে বাংলাদেশ কনসার্টে পারফর্ম করেছিলেন জেফার রহমান। কনসার্টে গানের সাতে ঠোঁট মিলিয়ে নেচে কিছুটা সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। অনেকের আপত্তি, সেদিন কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন জেফার। এমনকি গান না গেয়ে জেফার শুধু লিপসিং করেছিলেন বলেও অভিযোগ তাদের।

সম্প্রতি গণমাধ্যমে লিপসিং প্রসঙ্গে তিনি বলেন, সমালোচনা থাকবেই। আমরা যেহেতু পাবলিক ফিগার, কিন্তু আমার কাছে মনে হয় যে- আমি অনেকদিন ধরে কাজ করছি। আমাকে একজন মিউজিশিয়ান হিসেবে অনেকদিন ধরেই দেখছেন। যারা আমাকে চেনেন আমি কে, কি রকম গান করি- তারা জানেন। সমালোচনা আসলে আমাকে টানে না।

জেফার বলেন, তালি দেওয়া উচিৎ, আমি লিপসিং করেই এতদূর এসেছি- তাই না? আমি আসলে ইউটিউব থেকে উঠে এসেছি, ইংলিশ গান করতাম। আমার খালি গলায় অনেক গান রয়েছে। সেগুলো ইউটিউবে আছে, আমার কাছে আছে, আপনাদের কাছেও আছে।

জেফার আরও বলেন, আমি যেহেতু একজন পপ আর্টিস্ট, আমাদের লাইভ এবং ট্র্যাক মিক্স করেই পারফর্ম করতে হয়; কারণ আমাদের গানগুলো মানুষ ওইভাবেই চেনে। ব্যাপারটা এমন নয় যে আমি গাচ্ছি না। আমি গাচ্ছি, আমার ট্র্যাকও আছে, আমার লাইভ ব্যান্ডও আছে। এটা মানুষদের বোঝা উচিৎ আমি মনে করি।

Post Comment

YOU MAY HAVE MISSED