Loading Now

আর্জেন্টিনার দাবাড়ুকেও হারালেন রানী হামিদ

 

স্পোর্টস ডেক্স ।।

দাবা অলিম্পয়াডে বাংলাদেশের কিংবদন্তী দাবাড়ু রানী হামিদের জয়রথ চলছেই। নয় রাউন্ডের মধ্যে ছয় রাউন্ডেই খেলেছেন রানী হামিদ।

সব ম্যাচেই জিতেছেন এই ৮২ বছরের দাবাড়ু। গতকাল নবম রাউন্ডের খেলায় আর্জেন্টিনার দাবাড়ু আন্তর্জাতিক মহিলা মাস্টার মারিয়া বেলেনকে হারিয়েছেন। যদিও বাংলাদেশ দল জয় পায়নি তবে রানী হামিদ তার জয়ের ধারা ধরে রেখেছেন। নবম রাউন্ডে বাংলাদেশ আর্জেন্টিনার কাছে ১-৩ গেমে হেরেছে।

 

বাংলাদেশের চার দাবাড়ুর মধ্যে রানী হামিদই কেবল জয় পেয়েছেন। রাণী হামিদের রেটিং ১৯০০ আর আর্জেন্টাইন দাবাড়ুর ২১৭২।

 

এরপরও দুর্দান্ত খেলে জিতেছেন রানী হামিদ।
গতকাল ওপেন বিভাগে বাংলাদেশ ২.৫ – ১.৫ গেম পয়েন্টে লেবাননকে হারিয়েছে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হেরেছেন ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ড্র করেছেন। গতকাল ফাহাদ জিতলে আরেকটি জিএম নর্ম পেতেন। কাল ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মনন রেজা নীড় নিজ নিজ বোর্ডে জিতেছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED