আর্সেনালকে রুখে দেওয়া পিএসজি গোলরক্ষককে দানব বললেন কোচ
স্পোর্টস ডেক্স ।।
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
এমিরেটস স্টেডিয়ামে গত রাতে ৪ মিনিটে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচে সমতায় ফিরতে এরপর মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। কিন্তু পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা বনে যান ‘চীনের মহাপ্রাচীর’। আর্সেনালের কমপক্ষে পাঁচটি গোলের সুযোগ ভেস্তে দিয়েছেন তিনি। সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির ১-০ গোলে জয়ের কৃতিত্ব দেম্বেলের চেয়ে স্বাভাবিকভাবেই দোন্নারুম্মার বেশি। ম্যাচ শেষে দলটির কোচ লুইস এনরিকে বলেন, ‘১৪ থেকে ১৫ ফুটবলারের কাজকে আলাদাভাবে দেখতে চাই। অবশ্যই সেখানে এমন কিছু ফুটবলার আছে, যারা ভালো খেলে। সেট পিসে দক্ষ দলের বিপক্ষে খেলতে হলে আপনার দলে একজন দানবের দরকার।’
এমিরটেস স্টেডিয়ামে গত রাতে পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা যেভাবে অতিমানব হয়ে উঠেছেন, সেটার প্রশংসা করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও। আর্সেনাল কোচ বলেন, ‘লিভারপুল ও ভিলার বিপক্ষেও এমন সেভ করেছিল সে (দোন্নারুম্মা)। চ্যাম্পিয়নস লিগে এটাই পার্থক্য গড়ে দিয়েছে।’
Post Comment