Loading Now

আর রাশিয়া থেকে তেল কিনবে না ভারত: ট্রাম্প

অনলাইন ডেক্স ।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করেছেন যে, রাশিয়া থেকে আর তেল কিনবে না ভারত।

স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা জানান মার্কিন এ প্রেসিডেন্ট। খবর এনডিটিভির।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত রাশিয়া থেকে তেল কেনায় আমি খুশি ছিলাম না। মোদি আজ (বুধবার) আমাকে আশ্বস্ত করেছেন যে, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে।

ট্রাম্প আরও বলেন, এটি একটি বড় পদক্ষেপ। এখন আমরা চীনকেও একই কাজ করতে বাধ্য করব।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পের কাছে এমন প্রতিশ্রুতি দিয়েছেন কিনা সে সম্পর্কে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসকে ই-মেইলে প্রশ্ন করা হলে, তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

 

রাশিয়ার তেল কেনা বন্ধ করার ভারতের প্রতিশ্রুতি বিশ্বব্যাপী জ্বালানি কূটনীতিতে একটি উল্লেখযোগ্য মোড় নেবে, কারণ ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে ওয়াশিংটন মস্কোর তেল রাজস্ব বন্ধ করার চেষ্টা করছে।

 

রাশিয়া থেকে যেসব দেশ তেল কেনে তাদের মধ্যে ভারত অন্যতম। তাই এই পদক্ষেপ মস্কোর অন্যতম শীর্ষ জ্বালানি গ্রাহকের একটি বড় পরিবর্তনের ইঙ্গিতও দেয়।

রয়টার্স ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই পরিবর্তনটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না, তবে অল্প সময়ের মধ্যে হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ, যার মধ্যে রুশ তেল কেনার কারণে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও রয়েছে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED