আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক।।
আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: খন্দকার আনোয়ার হোসেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আফরোজা খানম নাসরিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, সদস্য নুরুল ইসলাম পনির, ৮নং ওয়াড বিএনপির আহবায়ক টিপু নেগাবান, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ১৫ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক গোলাম হায়দার মামুন,রুপাতলি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আবেদ মোল্লা,২২ নং ওয়ার্ডের সদস্য ফিরোজ হোসেন,২৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামিম সহ আরও অনেকে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ইভেন্টে খেলাধুলায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য খালেদুল ইসলাম ইমন, রফিকুল ইসলাম সিকদার, রেজাউল ইসলাম কুট্টি, রাইসুল ইসলাম অভি, সুমাইয়া জিসান এবং রাহাত ফকির। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী, অভিভাবক বৃন্দ, ছাত্র-ছাত্রীর সহ বিভিন্ন পেশা ও শ্রেণীর নেতৃবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও অভিভাবক বৃন্দদের নিয়েও খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত অতিথিরা বলেন শুধু খেলাধুলার দিক থেকে এগিয়ে থাকলে চলবে না পড়াশুনার দিক দিয়েও প্রথম স্থান অর্জন করতে হবে। শিক্ষার মান বাড়াতে হবে। ছাত্রীদের মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। তাহলেই বিদ্যালয়ের সন্মান বাড়বে। ছাএীদের সংখ্যা বাড়াতে হবে।
বিদ্যালয়ের উন্নয়নের জন্য যা করণীয় আছে তা আমরা সহযোগিতা করব।
Post Comment