আলেকান্দা সরকারি কলেজের শিক্ষার্থীদের স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীর আলেকান্দা সরকারি কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠনের লক্ষ্যে স্মারক লিপি পেশ করা হয়েছে। আজ সোমবার (১৯ মে) বেলা ১১টার দিকে কলেজ অধ্যক্ষের কাছে ১১ দফার স্মারক লিপি পেশ করেছেন শিক্ষার্থীরা। স্মারকে উত্থাপন করা দাবিগুলো কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও নিরাপদ শিক্ষাপরিবেশ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।
দাবিগুলো হলো: দ্রুত শিক্ষক সংকট দূর করা। বিদ্যমান আইসিটি ল্যাব সংস্কার ও আধুনিকীকরণ। কলেজ মাঠ সংস্কার ও শিক্ষার্থী বান্ধবভাবে ব্যবহারযোগ্য করা। শ্রেণিকক্ষ সংকট নিরসনে নতুন ভবন নির্মাণ। মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা। অপ্রয়োজনীয় ভবন ভেঙে ফুলের বাগানসহ পরিবেশবান্ধব প্রকল্প তৈরি করা।
পর্যাপ্ত মাল্টিমিডিয়া ক্লাসের সুযোগ সৃষ্টি। বিজ্ঞানাগার (সায়েন্স ল্যাব) সংস্কার করে কার্যকর ব্যবহার নিশ্চিত করা। সহপাঠ কার্যক্রম গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ। কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন চালু করা এবং ছাত্রাবাস নির্মাণ।
স্মারক লিপি গ্রহণ করে কলেজের অধ্যক্ষ মাসুদ রেজা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করবো। শিক্ষার্থীদের এমন সচেতন ও সংগঠিত উদ্যোগে অধ্যক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
স্মারক লিপি পেশ করার সময় উপস্থিত কলেজ অফিসার্স কাউন্সিলের সম্পাদক মো: সাহাদাত হোসাইন বলেন, “শিক্ষার্থীদের এই ১১ দফা দাবি বাস্তবায়ন হলে কলেজের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা সবাই মিলে এগুলো বাস্তবায়নের চেষ্টা করবো।”
Post Comment