আ.লীগকে নিষিদ্ধ-সন্ত্রাসীদের বিচারের দাবিতে মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক
সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করণ এবং সন্ত্রাসীদের বিচারের দাবিতে বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মশাল মিছিল বের করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি)রাতে নগরীর শহীদ মিনার থেকে একটি মশাল মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহবায়ক শহিদুল ইসলাম সাহেদ ও সদস্য সচিব মো. শাহাদাত এর নেতৃত্বে মশাল মিছিলটি বের হবে।
এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও অন্যান্য শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের বাইরে থেকে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে, তা না হলে আন্দোলন গড়ে তোলা হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অপতৎপরতা বন্ধে এবং চিহ্নিতদের গ্রেফতারে প্রশাসনের কাছে দাবি জানান তারা।
Post Comment