Loading Now

ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু

 

নলছিটি প্রতিনিধি ।।

ঝালকাঠির নলছিটি উপজেলায় ইঁদুর মারার ওষুধ খেয়ে শিশু দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুই শিশু হল, উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে লামিয়া আক্তার (৪) ও রানা হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

নলছিটি থানার ওসি আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুদের দাদা আমির আলী হাওলাদার বলেন, বুধবার দুপুরে দুজন বাহিরে খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে ফেলে তারা। আমরা বিষয়টি বুঝতে পেরে তাদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ওসি আবদুস সালাম বলেন, দুই শিশুর ‍মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED