ইফতার সামগ্রীর দোকানে অভিযান, সতর্ক বার্তা!
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের ইফতার সামগ্রীর দোকানে সতর্কতামূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (০২ মার্চ) রমজানের প্রথম দিনে নগরীর বগুড়া রোর্ডেরনাজেম’স রেঁস্তোরা ও বটতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় দোকানগুলোর খাদ্য তৈরির প্রক্রিয়া ঠিক আছে কিনা, ভেজাল যুক্ত খাবার বিক্রি হচ্ছে কিনা, খাবার পরিবেশন এর মান তদারকি করেন তারা। তবে কোন ধরনের অসংগতি না পাওয়ায় কোন দোকানকেই জরিমানা করা হয়নি। কিন্তু এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান করা হয়েছে।
পুরো রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অভিযানে ভোক্তা অধিদপ্তর ছাড়াও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Post Comment